পাওয়া যাচ্ছে ২ ও ৫ টাকার নতুন নোট

আগের সংবাদ

‘একশটি গান নিয়ে বইমেলায় বই আসবে’

পরের সংবাদ

টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ , ৯:১০ পূর্বাহ্ণ আপডেট: নভেম্বর ২৯, ২০২২ , ৯:১২ পূর্বাহ্ণ

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় শামীম টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টায় এ অগ্নিকাণ্ডের লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা করে। তবে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল জানান, সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারি পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে এ ঘটনায় কোন হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি ইন্সপেক্টর বেলাল ।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়