×

পুরনো খবর

লেভানদোভস্কির দিকে চেয়ে পোল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ০৪:৪৯ পিএম

লেভানদোভস্কির দিকে চেয়ে পোল্যান্ড
লেভানদোভস্কির দিকে চেয়ে পোল্যান্ড

জিনকেজ প্রুসক্কো’র হয়ে পোলিশ ফুটবলের তৃতীয় ও দ্বিতীয় স্তরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরে পোলান্ডের সর্বোচ্চ স্তরের ক্লাব লেচ পজনানে যোগদান করেন তিনি। এরপর ক্লাবকে ২০০৯-১০ একস্ত্রাকলাসা জয়ী করেন

লেভানদোভস্কির দিকে চেয়ে পোল্যান্ড

২০১০ সালে ৪৫ লাখ ইউরোর বিনিময়ে বরুসিয়া ডর্টমুন্ডে যোগদান করেন তিনি। সেখানে লিগের শীর্ষ গোলদাতা হিসাবে ধারাবাহিকভাবে দুটি বুন্দেসলিগা শিরোপা জয় করেন তিনি। ২০১৩ সালে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেন তিনি

লেভানদোভস্কির দিকে চেয়ে পোল্যান্ড
লেভানদোভস্কির দিকে চেয়ে পোল্যান্ড

২০১৪-১৫ মৌসুমে লেভানদোভস্কি ‘ফ্রি ট্রান্সফার’ হিসেবে বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিদ্বন্দ্বী ক্লাব বায়ার্ন মিউনিখে যোগদানে সম্মত হন

লেভানদোভস্কির দিকে চেয়ে পোল্যান্ড

২০০৮ সাল থেকে পোল্যান্ড জাতীয় দলের হয়ে খেলছেন লেভানদোভস্কি। পোল্যান্ডের হয়ে ২০১২ উয়েফা ইউরো, ২০১৬ উয়েফা ইউরো, ২০১৮ ফিফা বিশ্বকাপ ও ২০২০ উয়েফা ইউরো টুর্নামেন্ট খেলেন তিনি

লেভানদোভস্কির দিকে চেয়ে পোল্যান্ড

রবার্ট লেভানদোভস্কির জন্ম ২১ আগস্ট, ১৯৮৮। ক্লাব ফুটবলে খেলেছেন বার্সেলোনার হয়ে। অপরদিকে, পোল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হিসেবে তার ভূমিকা অপরিসীম

লেভানদোভস্কির দিকে চেয়ে পোল্যান্ড

২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ট্রেবল জয়ের ক্ষেত্রে অত্যান্ত গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তিনটি প্রতিযোগিতারই সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি

লেভানদোভস্কির দিকে চেয়ে পোল্যান্ড

২০২২-২৩ মৌসুম শুরুর আগেই পাঁচ কোটি ইউরোর বিনিময়ে স্পেনীয় ক্লাব বার্সেলোনায় যোগদান করেন তিনি

লেভানদোভস্কির দিকে চেয়ে পোল্যান্ড
লেভানদোভস্কির দিকে চেয়ে পোল্যান্ড
লেভানদোভস্কির দিকে চেয়ে পোল্যান্ড

রবার্ট লেভানদোভস্কি

লেভানদোভস্কির দিকে চেয়ে পোল্যান্ড
[caption id="attachment_386838" align="aligncenter" width="2560"] রবার্ট লেভানদোভস্কির জন্ম ২১ আগস্ট, ১৯৮৮। ক্লাব ফুটবলে খেলেছেন বার্সেলোনার হয়ে। অপরদিকে, পোল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হিসেবে তার ভূমিকা অপরিসীম[/caption] [caption id="attachment_386833" align="aligncenter" width="1952"] জিনকেজ প্রুসক্কো’র হয়ে পোলিশ ফুটবলের তৃতীয় ও দ্বিতীয় স্তরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরে পোলান্ডের সর্বোচ্চ স্তরের ক্লাব লেচ পজনানে যোগদান করেন তিনি। এরপর ক্লাবকে ২০০৯-১০ একস্ত্রাকলাসা জয়ী করেন[/caption] [caption id="attachment_386834" align="aligncenter" width="1199"] ২০১০ সালে ৪৫ লাখ ইউরোর বিনিময়ে বরুসিয়া ডর্টমুন্ডে যোগদান করেন তিনি। সেখানে লিগের শীর্ষ গোলদাতা হিসাবে ধারাবাহিকভাবে দুটি বুন্দেসলিগা শিরোপা জয় করেন তিনি। ২০১৩ সালে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেন তিনি[/caption] [caption id="attachment_386836" align="aligncenter" width="1200"] ২০১৪-১৫ মৌসুমে লেভানদোভস্কি ‘ফ্রি ট্রান্সফার’ হিসেবে বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিদ্বন্দ্বী ক্লাব বায়ার্ন মিউনিখে যোগদানে সম্মত হন[/caption] [caption id="attachment_386839" align="aligncenter" width="1920"] ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ট্রেবল জয়ের ক্ষেত্রে অত্যান্ত গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তিনটি প্রতিযোগিতারই সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি[/caption] [caption id="attachment_386840" align="aligncenter" width="2342"] ২০২২-২৩ মৌসুম শুরুর আগেই পাঁচ কোটি ইউরোর বিনিময়ে স্পেনীয় ক্লাব বার্সেলোনায় যোগদান করেন তিনি[/caption] [caption id="attachment_386837" align="aligncenter" width="2560"] ২০০৮ সাল থেকে পোল্যান্ড জাতীয় দলের হয়ে খেলছেন লেভানদোভস্কি। পোল্যান্ডের হয়ে ২০১২ উয়েফা ইউরো, ২০১৬ উয়েফা ইউরো, ২০১৮ ফিফা বিশ্বকাপ ও ২০২০ উয়েফা ইউরো টুর্নামেন্ট খেলেন তিনি[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App