×

বিনোদন

মিলেমিশে থাকতে হবে: ডিপজল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১২:৩৭ পিএম

মিলেমিশে থাকতে হবে: ডিপজল

সোমবার বৈঠক শেষে ডিপজল ও প্যানেলের অন্যরা। ছবি: সংগৃহীত

মিলেমিশে থাকতে হবে: ডিপজল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র ঢালিউড অভিনেত্রী নিপুণ ও অভিনেতা জায়েদ খানের বিতর্ক কম হয়নি। এই নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে তাদের দ্বন্দ্ব। এরই মধ্যে ৯ মাস পার হয়েছে।

আদালত সর্বশেষ রায় দিয়েছেন, সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

এরই মধ্যে পুরোদমে দায়িত্ব পালন শুরু করেছেন নিপুণ। সমিতির কার্যকরী কমিটির বৈঠকও সম্পন্ন হয়েছে। এ মিটিংয়ে মিশা-জায়েদ খানের প্যানেল থেকে বিজয়ীদের অংশগ্রহণের চিঠি দেয়া হয়েছিল। এতে অনেকেই সাড়া দিয়েছেন। বৈঠকেও অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ও সমিতির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল।

সোমবার (২৮ নভেম্বর) বৈঠকে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে ডিপজল লিখেছেন, সমিতির মধ্যে বিভাজন ও দ্বন্দ্ব চাইনি, পছন্দও করিনি। বরাবরই বলে এসেছি, চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে আমাদের একসঙ্গে মিলেমিশে থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App