×

আন্তর্জাতিক

প্লুটোর বিস্ময়কর ছবি প্রকাশ করল নাসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ০১:০৩ পিএম

প্লুটোর বিস্ময়কর ছবি প্রকাশ করল নাসা

প্লুটোর বিস্ময়কর ছবি

প্লুটোর একটি বিস্ময়কর ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত শনিবার (২৬ নভেম্বর) ছবিটি প্রকাশ করে সংস্থাটি। প্রায় ২২ হাজার ২৫ মাইল দূর থেকে গৃহীত ছবিটাতে প্লুটোর ভূপৃষ্ঠের এবড়ো-খেবড়ো দৃশ্য ধরা পড়েছে। ধরা পড়েছে বামন গ্রহটির প্রাণ হিসেবে পরিচিত বিশাল হিমবাহ।

২২ হাজার ২৫ মাইল দূর থেকে নাসার নিউ হরাইজনস মহাকাশযান থেকে ছবিটা তোলা হয়। এতে প্লুটোর প্রকৃত রঙ ধরা পড়েছে। যার কোনো অংশ বাদামি লাল, কোনো অংশ সাদা, আবার কোনো অংশ কষা। খবর ইয়ননিউজের।

প্লুটোর খানাকন্দময় ভূপৃষ্ঠের পাশাপাশি বিশাল হিমবাহের দৃশ্যও ছবিটাতে স্পষ্ট ওঠে এসেছে। এ হিমবাহ পানি, নাইট্রোজেন ও মিথেন দিয়ে তৈরি। ধারণা করা হয়, বামন গ্রহটিতে গভীর সমুদ্র রয়েছে, যেখানে রয়েছে পাথরের ভাণ্ডার।

প্লুটোকে এক সময় সৌরজগতের নবম বৃহত্তম গ্রহণ ধরা হতো। কিন্তু গ্রহের মূল তিনটি বৈশিষ্ট্য পূরণ করতে না পারায় ২০০৬ সালে প্লুটোর গ্রহের মর্যাদা কেড়ে নেয় আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন (আইএইউ)। দেওয়া হয় বামন গ্রহের তকমা।

প্লুটোর চওড়া মাত্র এক হাজার ৪০০ মাইল, যা যুক্তরাষ্ট্রের চওড়ার অর্ধেক। আর চাঁদের চওড়ার মাত্র দুই-তৃতীয়াংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App