×

খেলা

প্রথমার্ধে গোলশূন্য ব্রাজিল-সুইজারল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১০:৪৬ পিএম

প্রথমার্ধে গোলশূন্য ব্রাজিল-সুইজারল্যান্ড

ছবি: এএফপি

প্রথমার্ধে গোলশূন্য ব্রাজিল-সুইজারল্যান্ড
প্রথমার্ধে গোলশূন্য ব্রাজিল-সুইজারল্যান্ড
প্রথমার্ধে গোলশূন্য রয়েছে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচ। ইনজুরির কারণে নেইমারহীন দল নিয়ে আজ মাঠে নেমেছে ব্রাজিল। দলে দুটি পরিবর্তন নিয়ে এসেছে সেলেসাওরা। নেইমার ও দানিলোর পরিবর্তে সুযোগ পেয়েছেন মিলিতাও ও ফ্রেড।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ম্যাচটি। খেলার শুরু থেকেই সুইসদের রক্ষণভাগ আক্রমণে আক্রমণে কাঁপিয়ে তুলে রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভালো খেলেও প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি রিচার্লিসনরা।

গ্রুপ পর্বে ব্রাজিল ও সুইজারল্যান্ড এক ম্যাচ করে জেতায় দুই দলের সামনেই নকআউটে এক পা রাখার সুযোগ রয়েছে। তবে নেইমার না থাকায় উদ্বিগ্ন সারা বিশ্বের ব্রাজিল ভক্তরা। ফল কি হয় তা নিয়ে দুশ্চিন্তায় তারা।

ব্রাজিলের শুরুর একাদশ

অ্যালিসন বেকার, এদের মিলিতাও, মার্কুইনোস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ফ্রেড, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।

সুইজারল্যান্ডের শুরুর একাদশ

ইয়ান সমার, সিলভান উইডমার, ম্যানুয়েল আকানজি, নিকো এলভেডি, রিকার্ডো রদ্রিগুয়েজ, রেমো ফেউলিয়র, গ্রানিথ সাকা, জিব্রির শো, ফ্যাবিয়ান রেইডার, ব্রেল এমবোলো, রুবেন ভার্গাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App