×

শিক্ষা

পাসের হারে এগিয়ে যশোর, সবচেয়ে কম সিলেটে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ০২:৩৩ পিএম

পাসের হারে এগিয়ে যশোর, সবচেয়ে কম সিলেটে

ছবি: ভোরের কাগজ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রকাশিত ফলাফলে সবচেয়ে বেশি পাস করেছে যশোর বোর্ডের শিক্ষার্থীরা। সবচেয়ে কম পাস করেছে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ৯৫ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯৩ জন। গতবার এই পাসের হার ছিল ৯৩ দশমিক ০৯ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ৪৬১ জন। যশোর বোর্ডে পাসের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে। তবে চলতি বছর যশোর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী।

পাসের হার ঢাকা ৯০.০৩ শতাংশ ময়মনসিংহ ৮৯.০২ শতাংশ রাজশাহী ৮৫.৮৮ শতাংশ কুমিল্লা ৯১.২৮ শতাংশ যশোর ৯৫.১৭ শতাংশ চট্টগ্রাম ৮৭.৫৩ শতাংশ বরিশাল ৮৯.৬১ শতাংশ দিনাজপুর ৮১.১৬ শতাংশ সিলেট ৭৮.৮২ শতাংশ কারিগরি ৮৯.৫৫ শতাংশ মাদ্রাসা ৮২.২২ শতাংশ

অন্যদিকে, সিলেট বোর্ডে ৭৮ দশমিক ৮২ শিক্ষার্থী পাস করেছে।

প্রসঙ্গত, সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে প্রধানমন্ত্রী ফল ঘোষণা করেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App