×

শিক্ষা

পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ০২:৫৬ পিএম

পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

ছবি: রাজধানীর ভিকারুন্নেসা স্কুল। ভোরের কাগজ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গত বছরের চেয়ে পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে প্রধানমন্ত্রী ফল ঘোষণা করেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৫ দশমিক ৪৬ শতাংশ। গতবারের তুলনায় জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৬ হাজার ২৬২ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

পাসের হার ঢাকা ৯০.০৩ শতাংশ ময়মনসিংহ ৮৯.০২ শতাংশ রাজশাহী ৮৫.৮৮ শতাংশ কুমিল্লা ৯১.২৮ শতাংশ যশোর ৯৫.১৭ শতাংশ চট্টগ্রাম ৮৭.৫৩ শতাংশ বরিশাল ৮৯.৬১ শতাংশ দিনাজপুর ৮১.১৬ শতাংশ সিলেট ৭৮.৮২ শতাংশ কারিগরি ৮৯.৫৫ শতাংশ মাদ্রাসা ৮২.২২ শতাংশ

এবার পাস করেছে ৮৭ দশমিক ৪৪ শতাংশ পরীক্ষার্থী। পাসের হার কমেছে গত বারের চেয়ে ৬ দশমিক ১৪ শতাংশ। গতবার পাশ করেছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।

প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App