×

সারাদেশ

আলীকদমে সেনা নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১০:৪২ পিএম

আলীকদমে সেনা নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

সোমবার বান্দরবানের আলীকদমে সেনা জোন ৩১ বীর অধিনায়ক লে. কর্নেল মো. সাব্বির হাসান পিএসসির নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ছবি: ভোরের কাগজ

বান্দরবানের আলীকদমে সেনা জোন ৩১ বীর অধিনায়ক লে. কর্নেল মো. সাব্বির হাসান পিএসসির নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় আলীকদম বাজারে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মো. সোয়াইব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, নারী ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার রোকসানা, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমর রঞ্জন বড়ুয়া, ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কপিল উদ্দিন, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন, আলীকদম রিপোর্ট ক্লাবের সভাপতি শুভরঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক জয়দেব রাজ, বাজার চৌধুরী আবুবক্কর, আলীকদম বাজার সমিতির সভাপতি নাছির উদ্দিন সওদাগর, আলীকদম মৈত্রী স্কুলের শিক্ষার্থীসহ সামরিক বেসামরিক গণ্যমান্য ব্যক্তিরা।

অভিযানে ব্যবসায়ীদের উদ্দেশে লে. কর্নেল মো. সাব্বির হাসান পিএসসি বলেন, আলীকদম উপজেলা একটি পর্যটন সম্ভবনাময় উপজেলা। এখন প্রতিদিন দেশের বিভিন্নপ্রান্ত থেকে আলীকদমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শতশত পর্যটক এখানে আসেন। তাই আলীকদম উপজেলাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হবে। এখানকার রাস্তাঘাট হাটবাজার নিজ নিজ উদ্যেগে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App