বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে প্রথমার্ধের শেষে ক্যামেরুনের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে সার্বিয়া। ক্যামেরুনের হয়ে গোল করেছেন ক্যাসটেলেট্টো। সার্বিয়ার হয়ে গোল করেছেন পাবলোভিচ ও মিলিনকোভিচ সাভিচ।
সার্বিয়া: (৩-৪-১-২):
স্যাভিচ (গোলরক্ষক), মিলেনকোভিচ, পাভলোভিচ, ভেলিকোভিচ, মিলিনকোভিচ-স্যাভিচ, গুদলেই, জিভকোভিচ, ম্লাদেনোভিচ, তাদিচ, ভ্লাহোভিচ, মিত্রোভিচ
ক্যামেরুন: (৪-৩-৩)
ওনানা (গোলরক্ষক), ফাই, ক্যাসটেলোট্টো, এনকোলো, টোলো, হংলা, অ্যাঙ্গুইসা, ওন্ডুয়া, এমবেউমো, চুপো-মোটিং, একামবি
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।