ইনজুরির কারণে নেইমারকে ছাড়াই একাদশ ঘোষণা করেছে ব্রাজিল। উদ্বিগ্ন বিশ্বের ফুটবল প্রেমীরা। নেইমারকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে কিছুক্ষণের মধ্যে মাঠে নামছে তারা। ফল কি হয় তা নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল ভক্তরা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেইমারের জায়গায় খেলবেন সেন্ট্রাল মিডফিল্ডার ফ্রেড। নেইমারের অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলবেন লুকাস পাকুয়েতা।
নেইমারের মতো দানিলো গোড়ালির ইনজুরিতে পড়ায় তার জায়গায় দানি আলভেসের খেলার গুঞ্জন শোনা গেলেও এদের মিলিতাওকে শুরুর একাদশে রাখা হয়েছে।
সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া খেলোয়াড়দের ওপরই ভরসা রেখেছেন ব্রাজিলের কোচ তিতে। দলের আক্রমণভাগে আছেন রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়াস। ম্যাচের আগের দিন অসুস্থ থাকলেও গোলরক্ষক অ্যালিসন আছেন একাদশে।
ব্রাজিলের শুরুর একাদশ
অ্যালিসন বেকার, এদের মিলিতাও, মার্কুইনোস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ফ্রেড, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।
সুইজারল্যান্ডের শুরুর একাদশ
ইয়ান সমার, সিলভান উইডমার, ম্যানুয়েল আকানজি, নিকো এলভেডি, রিকার্ডো রদ্রিগুয়েজ, রেমো ফেউলিয়র, গ্রানিথ সাকা, জিব্রির শো, ফ্যাবিয়ান রেইডার, ব্রেল এমবোলো, রুবেন ভার্গাস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।