আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে মেসির প্রথম গোল উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো হল। গত শনিবার (২৬ নভেম্বর) হলগুলোতে প্রায় কয়েক হাজার সমর্থকের মিলনমেলা তৈরি হয়।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে ফিফা জানিয়েছে, এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা গতরাতে মেক্সিকোর বিপক্ষে লিওনেল মেসির গোলে উদযাপন করছে। খবর স্পোর্টস ব্রিফের।
প্রসঙ্গত, পরাজয় দিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হয়। সৌদির কাছে ২-১ গোলে হারে মেসির দল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর লড়াইয়ে টিকে থাকে তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।