এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ২,৬৯,৬০২ শিক্ষার্থী, সবচেয়ে বেশি পাসের হার যশোর শিক্ষা বোর্ডে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল।
সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে প্রধানমন্ত্রী ফল ঘোষণা করেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫.৮৮ শতাংশ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯.০২ শতাংশ, কুমিল্লা ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৯১.২৮ শতাংশ, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.০৩ শতাংশ, যশোরে ৯৫.১৭ শতাংশ, চট্টগ্রামে ৮৭.৫৩ শতাংশ, বরিশালে ৮৯.৬১ শতাংশ, দিনাজপুরে ৮১.১৬ শতাংশ, সিলেট ৭৮.৮২ শতাংশ, কারিগরি ৮৯.৫৫ শতাংশ, মাদ্রাসা ৮২.২২ শতাংশ। এছাড়া এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ২,৬৯,৬০২ শিক্ষার্থী। তবে ৫০টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।
পাসের হার
ঢাকা ৯০.০৩ শতাংশ
ময়মনসিংহ ৮৯.০২ শতাংশ
রাজশাহী ৮৫.৮৮ শতাংশ
কুমিল্লা ৯১.২৮ শতাংশ
যশোর ৯৫.১৭ শতাংশ
চট্টগ্রাম ৮৭.৫৩ শতাংশ
বরিশাল ৮৯.৬১ শতাংশ
দিনাজপুর ৮১.১৬ শতাংশ
সিলেট ৭৮.৮২ শতাংশ
কারিগরি ৮৯.৫৫ শতাংশ
মাদ্রাসা ৮২.২২ শতাংশ
মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2022 পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
এছাড়া ওয়েবসাইট রোল ও রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করলে ফল জানতে পারবেন।
প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। চলে ১ অক্টোবর পর্যন্ত। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী ছিল। এছাড়া মাদরাসা বোর্ডের ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী ছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।