×

অপরাধ

যশোরে ১ কেজি স্বর্ণের বার উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ১২:৫৫ পিএম

যশোরে ১ কেজি স্বর্ণের বার উদ্ধার

ছবি: ভোরের কাগজ

যশোরের বেনাপোল আমড়াখালী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন ১ কেজি ওজনের ৯ টি স্বর্ণের বার জব্দ করেছে। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আমড়াখালী এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।অভিযানের সময় আমড়াখালী-কাগজপুকুরগামী একটি অটোভ্যানকে থামানোর চেষ্টা করা হলে ভ্যান চালক বিষয়টি বুঝতে পেরে অত্যন্ত সুকৌশলে ভ্যান ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভ্যানটি তল্লাশী করে ভ্যানের সিটের কাঠ দিয়ে বিশেষ কায়দায় ঢেকে রাখা অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করে। নয়টি স্বর্ণের বারের ওজন এক কেজি।

পরে বিজেপি জানতে পারে, ভ্যানটির চালক ছিলেন শার্শা উপজেলার বাগআচড়া, সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে মো. মিলন ওরফে ছোট বাবু (৩৫)। তাকে আটক করার জন্য বিজিবি চেষ্টা করছে। এছাড়া পলাতক মিলনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App