×

খেলা

প্রথমার্ধে গোলশূন্য জাপান-কোস্টারিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০৪:৩৯ পিএম

প্রথমার্ধে গোলশূন্য জাপান-কোস্টারিকা

কোস্টারিকা বিপক্ষে মাঠে নেমেছে জাপান। রবিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় কাতারের আহমান বিন আলি স্টেডিয়ামে খেলতে নামে তারা। প্রথমার্ধে কোনো পক্ষই গোল দিতে পারেনি। আজ যদি কোস্টারিকাকে হারাতে পারে জাপানিরা তাহলে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে অনেকদুর এগিয়ে যেতে পারবে। অন্যদিকে বাঁচা-মরার লড়াই কোস্টারিকার। হারলে বিদায় প্রায় নিশ্চিত। জিতলে বেঁচে থাকবে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন। জার্মানির বিপক্ষে ১ গোল হজম করেও জাপান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং জয় ছিনিয়ে নিয়েছে, তা রীতিমত অবিশ্বাস্য। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা অঘটন ছিল সেটি।

প্রথম ম্যাচে জাপান ২-১ গোলে হারিয়েছে জার্মানির মত পরাশক্তিকে। অন্যদিকে স্পেনের কাছে ৭-০ গোলে পরাজিত হয়েছে কোস্টারিকা। এ নিয়ে টানা তিনবার বিশ্বকাপে খেলছে কোস্টারিকা।

দু’দলের একাদশ-

জাপান একাদশ: (ফরমেশন:৪-২-৩-১) সুইচি গোন্দা, মায়া ইয়োশিদা, কউ ইতাকুরা, ইয়োতো নাগাতোমো, মিকি ইয়ামানে, দাইচি কামাদা, হিদেমাসা মোরিতা, ওয়াতারু এন্ডো, আয়াসে উয়েদা, ইউকি সোমা, রিতসু দোয়ান।

কোচ: হাজিমে মরিয়াসু

কোস্টারিকা একাদশ: (ফরমেশন:৪-৪-২)

কেইলার নাভাস, ফ্রান্সিসকো কালভো, অস্কার দুয়ার্তে, ব্রায়ান ওভিয়েদো, কেন্ডাল ওয়াটসন, ইয়েলৎসিন তাজেদা, সেলসো বোর্গাস, গার্সন তোরেস, কেইসার ফুলার, আন্তোনি কন্ত্রেরাস, হোয়েল ক্যাম্পবেল।

কোচ: লুইস ফার্নান্দেজ সুয়ারেজ গুজম্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App