×

খেলা

নেইমারের প্রতি এত ক্ষোভ কেন?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০২:৫২ পিএম

নেইমারের প্রতি এত ক্ষোভ কেন?

ফাইল ছবি

বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার নেইমার। বল পায়ে তার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। ব্রাজিল দলের প্রাণভোমরা তিনি। কাতার বিশ্বকাপে হেক্সা শিরোপা অর্জনে সেলেসাও সমর্থকদের ভরসার জায়গা এই পিএসজি তারকা। কিন্তু হলুদ জার্সিধারীদের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেই চোটের কারণে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন তিনি।

নেইমার ইনজুরিপ্রবণ। অল্প ছোঁয়াতেই পড়ে যান তিনি। তাকে নিয়ে তাই বিশ্বজুড়ে ট্রল বা ব্যঙ্গ হয়। এমনকি তার ইনজুরিপ্রবণতা নিয়ে ট্রল হয় খোদ ব্রাজিলেই। নেইমারকে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে পাওয়া যায় না। তাই ব্রাজিলে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। অনেকেই এটা নিয়ে ব্যঙ্গ করছেন, নেইমারের ভাঙা পা নিয়ে করছেন উপহাস। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলিয়ান সমর্থকদের অনেকেই লিখেছেন, নেইমারের খেলার যা ধরন, তার পা ভাঙাই উচিত।

নেইমারের সমালোচনা করেছেন সাবেক সতীর্থ কাকা। রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়াকে ২-০ ব্যবধানে হারায় ব্রাজিল। দুটো গোলের কোনোটিতেই অবদান নেই নেইমারের। তার পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্টও ছিলেন না কাকা। সাবেক এই ব্রাজিলিয়ান ফুটবলারের দাবি, নেইমারকে মাঠ থেকে তুলে নেয়ার পরই সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল খুবই ভালো ফুটবল খেলেছে।

২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য বলেন,‘এই টুর্নামেন্ট তাকে জ্বলে ওঠার মঞ্চ দিয়েছে এবং নিশ্চিতভাবেই সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ার আগে সেভাবে জ্বলে উঠতে পারেনি সে। ইতিবাচক দিক হলো, সে মাঠ থেকে ওঠে যাওয়ার পর ব্রাজিল খুবই ভালো খেলেছে।’

নেইমারের মাঠ থেকে ওঠে যাওয়া বরং অদ্ভুতই লেগেছে কাকার,‘প্রথমে আমার কাছে গুরুতর ইনজুরি মনে হয়নি। তবে যে বিষয়টি আমাকে উদ্বিগ্ন করে তা হলো আঘাত পেলেও নেইমার সবসময়ই খেলতে চায়। এবার সেটা করেনি। সে উঠে যেতে চেয়েছে। আমার কাছে তা খুবই অদ্ভুত লেগেছে এবং টুর্নামেন্টের বাকি অংশে যা ব্রাজিলের উপর প্রভাব ফেলতে পারে।’

যদিও গ্রুপ পর্ব থেকে একদমই ছিটকে গেছেন নেইমার। তবে তাকে নিয়ে আশা ছাড়ছেন না কাকা, ‘আমি আশা করি, পরের ম্যাচের আগে সে সুস্থ হয়ে উঠবে। কারণ তার খ্যাতির জন্য বিশ্বকাপ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ।’

ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকা রাফিনিয়া খেলেন বার্সেলোনায়। সার্বিয়ার বিপক্ষে ৯ বার ফাউলের শিকার হয়ে মাঠ ছেড়ে যাওয়া নেইমারকে নিয়ে দেশের মানুষের প্রতিক্রিয়ায় হতাশ তিনি।

লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টাইনরা আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগিজরা যে আবেগ ধারণ করেন, নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ানদের অনুভূতি এর পুরো উল্টো বলে মনে করেন রাফিনিয়া, ‘আর্জেন্টাইন সমর্থকেরা মেসিকে ঈশ্বর মনে করে, পর্তুগাল সমর্থকেরা রোনালদোকে মনে করে রাজা। আর ব্রাজিলের সমর্থকেরা নেইমারের পা ভাঙায় উল্লাস করে। কী দুঃখজনক ব্যাপার।’

ইনস্টাগ্রাম পোস্টে নিজের হতাশা প্রকাশ করে ব্রাজিলে জন্ম নেয়াটা নেইমারের দুর্ভাগ্য বলেও মন্তব্য রাফিনিয়ার,‘নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল হচ্ছে ব্রাজিলিয়ান হয়ে জন্ম নেয়া। এই দেশ তার প্রতিভা এবং ফুটবলের জন্য যোগ্য নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App