×

আন্তর্জাতিক

ইউক্রেনে ৬০ লাখ পরিবার বিদ্যুৎবিহীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০২:৪০ পিএম

ইউক্রেনে ৬০ লাখ পরিবার বিদ্যুৎবিহীন

ছবি: সংগৃহীত

ইউক্রেনে হিমাঙ্কের নিচে তাপমাত্রা ও তুষারপাতের মধ্যে ইউক্রেইনের অবকাঠমোতে রাশিয়ার হামলায় দেশটিতে স্বাস্থ্য সংকটের কারণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশিষ্টরা। শীতজনিত বিভিন্ন রোগে বহু মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে এখনো ইউক্রেইনের ৬০ লাখ পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন।

গত শুক্রবার নিজের রাত্রিকালীন ভিডিও বক্তৃতায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আজ সন্ধ্যা থেকে কিয়েভসহ অধিকাংশ অঞ্চলেই বিদ্যুৎ নেই।’ তবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে থাকা পরিবারের সংখ্যা বুধবার থেকে অর্ধেক কমে গেছে বলে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু শীত জেঁকে বসার এ সময়টিতে লাখ লাখ পরিবার বিদ্যুৎ, পানি ও উত্তাপ ছাড়া দিন কাটাচ্ছে।’ জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের বহু বাসিন্দা ‘২০ থেকে ৩০ ঘণ্টা ধরে’ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অন্য এলাকাগুলো হচ্ছে দক্ষিণের ওদেসা, পশ্চিমের লভিভ এবং মধ্যাঞ্চলের ভিনিৎসিয়া ও নিপ্রোপেত্রোভস্ক। খবর রয়টার্স

সবাইকে অল্প পরিমাণ বিদ্যুৎ খরচ করে এমন যন্ত্রপাতি ব্যবহারের পরামর্শ দিয়ে জেলেনস্কি বলেন, ‘বিদ্যুৎ চলে না যাওয়ার অর্থ এই নয় যে, সমস্যা শেষ হয়ে গেছে। আপনার বাসায় বিদ্যুৎ থাকার অর্থ এই নয় যে, আপনি একসঙ্গে বেশ কয়েকটি শক্তিশালী বৈদ্যুতিক যন্ত্র ছেড়ে রাখবেন; অনুগ্রহ করে তা করবেন না।

তিনি বলেন, ‘এই শীতটা আমাদের কষ্ট করতে হবে। এই শীতের কথা আমাদের সবার মনে থাকবে।’

ইউক্রেইনের প্রধানমন্ত্রী দেনিশ সুমাইহাইল বলেছেন, হামলা সত্ত্বেও দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ অবকাঠামোর মধ্যে সংযোগ পুনর্স্থাপন করা হয়েছে। এগুলোর মধ্যে পানি সরবরাহ ব্যবস্থা, উত্তাপ সরবরাহ কেন্দ্র, হাসপাতাল ও জরুরি সেবা বিভাগ উল্লেখযোগ্য।

কিন্তু ইউক্রেইনের প্রত্যেকটি অঞ্চলে সাধারণ মানুষের নিয়মিত লোডশেডিংয়ের মুখোমুখি হওয়া অব্যাহত আছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে ইউক্রেনে হিমাঙ্কের নিচে তাপমাত্রা বিরাজ করছে। তুষারপাতের মধ্যে ইউক্রেইনের অবকাঠমোতে রাশিয়ার হামলায় দেশটিতে স্বাস্থ্য সংকটের কারণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। হাইপোথার্মিয়ায় দেশজুড়ে বহু মানুষ মারা যেতে পারে, এমন উদ্বেগ বিরাজ করছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

জাতিসংঘের পারমাণবিক সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে রাশিয়ার হামলার সময় ইউক্রেইনের যে তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল সেগুলোকে গ্রিডের সঙ্গে পুনঃসংযুক্ত করা হয়েছে। জাপোরিজিয়ার চতুর্থ পারমাণবিক কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, বৃহস্পতিবার এটি অনলাইনে ফের সক্রিয় হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App