×

সারাদেশ

মানিকছড়িতে ৯৯৯ নম্বরে ফোন, নবজাতক উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৯:৪৫ পিএম

মানিকছড়িতে ৯৯৯ নম্বরে ফোন, নবজাতক উদ্ধার

উদ্ধার হওয়া নবজাতক। ছবি: ভোরের কাগজ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গোদারপাড় এলাকায় রাস্তার পাশ থেকে এক নবজাতক (কন্যা) সন্তানকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে পুলিশের জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহায়তা চান অজ্ঞাত এক স্থানীয়। পরে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহানূর রহমান’র নির্দেশনায় উপজেলার গোদারপাড় এলাকার রাস্তার পাশ থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ।

মানিকছড়ি থানার এসআই মো. আওলাদ হোসেন জানান, পুলিশের জরুরী সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দিয়ে স্থানীরা বিষয়টি জানালে ঘটনাস্থলে ছুটে এসে নবজাতককে জীবিত সুস্থ্য অবস্থায় উদ্ধার করি। তবে তাৎক্ষণিক নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। নবজতকটির বয়স আনুমানিক দুই দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিশুটি দুগ্ধজাতক হওয়া ঐ এলাকার স্থানীয় এক মহিলার কাছে অস্থায়ী ভাবে জিম্মায় রাখা হয়েছে। তবে পরবর্তিতে আইনি প্রক্রিয়া শেষে তাকে স্থায়ী জিম্মায় বা হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App