×

খেলা

জিতলেই দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৫:৩৩ পিএম

জিতলেই দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স

ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় নিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। শনিবার (২৬ নভেম্বর) রাত ১০টায় দোহার ৯৭৪ স্টেডিয়ামে চ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইউরোপের আরেক শক্তিশালী দল ডেনমার্কের বিপক্ষে।

এবার ফ্রান্সের সামনে নকআউট নিশ্চিত করার সুবর্ণ সুযোগ এসেছে দলটির। আজ ডেনমার্কের বিপক্ষে জিততে পারলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে ফরাসিরা। ফ্রান্স অধিনায়ক হুগো লরিস জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।

সংবাদ সম্মেলনে ডেনমার্ককে কঠিন প্রতিপক্ষের মর্যাদা দিলেও তাদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে বলেও মনে করছেন লরিস।

যদিও এ বছরই দু’বার ডেনমার্কের কাছে হেরেছে ফ্রান্স। তবে বিশ্বকাপ বলেই আত্মবিশ্বাসী লরিস বলেন, অবশ্যই ডেনমার্ক বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল, কিন্তু সেগুলো ছিল অন্য টুর্নামেন্ট। বিশ্বকাপ বলেই আমরা সতর্ক ও অনুপ্রাণিত। পরের রাউন্ডে যাওয়ার জন্য এ ম্যাচের গুরুত্ব কতটা, সেটা আমরা বেশ ভালো মতোই বুঝি। আগামীকালের (শনিবার) ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।

বিশ্বকাপে অবশ্য দু’দলের সর্বশেষ দুই মোকাবিলায় ফ্রান্স জিতেছিল। আগের ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। তার জায়গায় আজ তারই ভাই থিও হার্নান্দেজ নামতে পারেন। তারকা ডিফেন্ডার রাফায়েল ভারানেও ফিটনেস পরীক্ষায় পাস করেছেন। তাই রক্ষণ নিয়ে চিন্তা কিছুটা কমেছে ফরাসিদের।

ফ্রান্স জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও ডেনমার্ক প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। আফ্রিকার দেশটির বিপক্ষে খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি ডার্কহর্স হিসেবে বিবেচিত হওয়া ডেনমার্ক। তাদের আক্রমণভাগ আলো ছড়াতে পারেনি আগের ম্যাচে। ডেনিশ প্লেমেকার ক্রিস্টিয়ান এরিকসেন কয়েকবার ঝলসে উঠলেও বাকিরা নিষ্প্রভ ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App