×

রাজনীতি

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০২:২৩ পিএম

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ চলছে

ছবি: সংগৃহীত

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। টাউন হল মাঠের মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বিএনপির অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো কুমিল্লাতেও দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানে চেয়ার ফাঁকা রাখা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় কুমিল্লায় বিএনপির অষ্টম গণসমাবেশ শুরু হয়। দুপুর ১ টায় পর থেকে বক্তব্য রাখছেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিতিতে স্লোগান দিয়ে উচ্ছ্বাস জানান নেতাকর্মীরা। গণসমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেনবিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজি ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। গণসমাবেশ পরিচালনায় আছেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ। দলীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এরপর মোনাজাত হয়। মোনাজাতে বিএনপির নিপীড়িত নেতা-কর্মী, গুম ও হত্যার শিকার নেতা-কর্মীদের জন্য দোয়া করা হয়। পরে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি পরিবেশন করা হয়। প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে সারাদেশের ১০টি সাংগঠনিক বিভাগে এ গণসমাবেশ করছে বিএনপি। এর মধ্যে কুমিল্লায় বিএনপির অষ্টম গণসমাবেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App