শ্রমজীবীদের জন্য পেনশন স্কিম চালুর দাবি মেননের

আগের সংবাদ

কৃত্রিম সংকটের জন্য দায়ী অসাধু ব্যবসায়ীরা

পরের সংবাদ

মহিলা লীগের সভাপতি চুমকি, সম্পাদক শিলা

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২ , ৫:১৮ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৬, ২০২২ , ৫:৫৮ অপরাহ্ণ

আওয়ামী মহিলা লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তাদের নির্বাচিত করা হয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমতিক্রমে সংগঠনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এ ঘোষণা দেয়ার কথা জানান তিনি।

সভাপতি নির্বাচিত হওয়া মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া শবনম জাহান শিলা সাবেক মহানগর নেত্রী।

ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহেদা তারেক দিপ্তি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসিনা রাব্বি চৌধুরী।

আর ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম সপদে বহাল রয়েছে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পারুল আক্তার।

এর আগে ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের পঞ্চম সম্মেলন হয়েছিল। এতে সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম কৃক সাধারণ সম্পাদক হন।

এ ছাড়া  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ঘোষিত হন সিমিন হোসেন রিমি এবং বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম।

 

 

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়