×

জাতীয়

প্রেমিক প্লাবন ঘোষের বিরুদ্ধে অভিযোগপত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ০৮:৫৪ পিএম

প্রেমিক প্লাবন ঘোষের বিরুদ্ধে অভিযোগপত্র

ছবি: সংগৃহীত

বহুল আলোচিত খুলনার খুনি এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশা আত্মহত্যার প্ররোচনা মামলায় তার প্রেমিক প্লাবন ঘোষের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গত ৩০ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে গুলশান থানার উপপরিদর্শক (নিরস্ত্র) ওহিদুল এ অভিযোগপত্র দাখিল করেন।

শুক্রবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন। তিনি জানান, মামলার এজাহারে প্লাবনের বয়স উল্লেখ করা হয় ২৪ বছর। তবে পুলিশ প্লাবনের বয়স ১৭ বছর উল্লেখ করে তার বিরুদ্ধে দোষীপত্র আদালতে জমা দেন। মামলাটি বিচারের জন্য বদলি করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, মামলার ঘটনার বেশকিছু দিন আগে ভুক্তভোগী এশার সাথে প্লাবন ঘোষের পরিচয় হয়। পরবর্তীতে প্লাবনের সাথে এশার প্রেমের সম্পর্ক হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায়। গত ৩ মার্চ রাতে বাইরে ঘুরাঘুরির একপর্যায়ে প্লাবনের মোবাইলে বারবার কল আসাকে কেন্দ্র করে ভুক্তভোগীর সাথে প্লাবনের প্রথমে তর্ক-বিতর্ক ও পরে কথা কাটাকাটি হয়। এ বিষয়ে তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় রাত ১১টার দিকে সুমি এশা ও প্লাবনকে তাদের বাসায় নিয়ে যায়। সে দুজনকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু সুমি অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে প্লাবন এশাকে বিয়ে করতে অপরাগতা প্রকাশ করে বাসা থেকে বের হয়ে যায়। ভোর পৌনে ৫টার দিকে এশা বাসায় ফিরে তার বেডরুমে ঢুকে রুমের দরজা আটকে দেয়। এরপর এশা গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।

প্রসঙ্গত, গত ৩ মার্চ রাজধানীতে গুলশানের সুবাস্তু টাওয়ারে নিজ বাসায় জান্নাতুল নওরিন এশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গত ৪ মার্চ তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ৫ মার্চ এশার মা ও এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা নাহার প্লাবন ঘোষকে আসামি করে গুলশান থানায় মামলা করেন। এ মামলার পর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান প্লাবন ঘোষ। পরবর্তীতে গত ১৯ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিন পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App