×

খেলা

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ১১:২৭ পিএম

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

ছবি: ফিফা

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

DOHA, QATAR - NOVEMBER 25: Enner Valencia of Ecuador celebrates after scoring their team's first goal during the FIFA World Cup Qatar 2022 Group A match between Netherlands and Ecuador at Khalifa International Stadium on November 25, 2022 in Doha, Qatar. (Photo by Francois Nel/Getty Images)

বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে রয়েছে লুইস ভ্যান হালের দল। একমাত্র গোলটি এসেছে গাকপোর পা থেকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে নেদারল্যান্ডস। শুরুতেই গোল তুলে নেয় তারা। গাকপোর ডি বক্সের বাইরে থেকে নেওয়া বা পায়ের শট খুঁজে পায় গোলের ঠিকানা।

মাত্র ৬ মিনিটে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এবারের টুর্নামেন্টে এটিই এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির গোল। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দলের বিপক্ষে যেখানে মাত্র দুই বার হারের মুখ দেখেছে ডাচরা।

গ্রুপ পর্বে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকা ডাচরা মাঝমাঠের দখল নিয়ে পরিকল্পিতভাবে ইকুয়েডরের রক্ষণভাবে আঘাত হানার চেষ্টা করে। কিন্তু বারবারই ইকুয়েডরের রক্ষণভাবে বল বাধা পেয়ে ফিরে আসে।

ম্যাচের ৩২ মিনিটে আগের ম্যাচের জোড়া গোল করা ভ্যালেন্সিয়ার শট দুর্দান্তভাবে রুখে দেন ডাচ গোলরক্ষক নোপার্ট। প্রথমার্ধ শেষের ১ মিনিটে আগে ইকুয়েডরের এস্তোপিনান গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হলে ১-০ গোলে ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় নেদারল্যান্ডস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App