×

খেলা

এনার ভ্যালেন্সিয়ার গোলে ডাচদের রুখে দিল ইকুয়েডর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ১১:৫৭ পিএম

এনার ভ্যালেন্সিয়ার গোলে ডাচদের রুখে দিল ইকুয়েডর

ছবি: ফিফা

এনার ভ্যালেন্সিয়ার গোলে ডাচদের রুখে দিল ইকুয়েডর

১-১ গোলে ড্র ইকুয়েডর-নেদারল্যান্ডসের ম্যাচ

বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে থেকেও এনার ভ্যালেন্সিয়ার গোলে জয়ের স্বাদ নিতে পারলো না নেদারল্যান্ডস। ইস্তুপিনানের বাঁ দিক থেকে দারুণ শট রুখে দেন ডাচ গোলরক্ষক। বল ফিরে এলে ডি বক্সে থাকা এনার ভ্যালেন্সিয়া বল জালে জড়িয়ে দেন। ৪৯ মিনিটে সমতা আনতে সক্ষম হয় ইকুয়েডর।

যদিও প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে ছিল লুইস ভ্যান হালের দল। একমাত্র গোলটি এসেছে গাকপোর পা থেকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে নেদারল্যান্ডস। শুরুতেই গোল তুলে নেয় তারা। গাকপোর ডি বক্সের বাইরে থেকে নেওয়া বা পায়ের শট খুঁজে পায় গোলের ঠিকানা।

[caption id="attachment_385548" align="aligncenter" width="1183"] ছবি: ফিফা[/caption]

মাত্র ৬ মিনিটে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এবারের টুর্নামেন্টে এটিই এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির গোল। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দলের বিপক্ষে যেখানে মাত্র দুই বার হারের মুখ দেখেছে ডাচরা।

গ্রুপ পর্বে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকা ডাচরা মাঝমাঠের দখল নিয়ে পরিকল্পিতভাবে ইকুয়েডরের রক্ষণভাবে আঘাত হানার চেষ্টা করে। কিন্তু বারবারই ইকুয়েডরের রক্ষণভাবে বল বাধা পেয়ে ফিরে আসে।

ম্যাচের ৩২ মিনিটে আগের ম্যাচের জোড়া গোল করা ভ্যালেন্সিয়ার শট দুর্দান্তভাবে রুখে দেন ডাচ গোলরক্ষক নোপার্ট। প্রথমার্ধ শেষের ১ মিনিটে আগে ইকুয়েডরের এস্তোপিনান গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হলে ১-০ গোলে ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় নেদারল্যান্ডস। তবে বিরতির পরই স্বরুপে ফিরে আসে ভ্যালেন্সিয়ার দল। ৪৯ মিনিটে সমতা আনে স্বয়ং ভ্যালেন্সিয়া নিজেই।

এরপর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও  ইকুয়েডর-নেদারল্যান্ডস কোনো দলই আর গোলের দেখা পায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App