×

জাতীয়

আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ১২:২৩ পিএম

আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনা ও আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকাতান হারাপান জোটের ৭৫ বছর বয়সী নেতা আনোয়ার ইব্রাহিম।

শপথ নেওয়ার পর এক টুইটবার্তায় আনোয়ার ইব্রাহিম জানান, দলের ইচ্ছা ও বিবেকের তাগিদে তিনি এ দায়িত্ব কাঁধে নিয়েছেন।

এর আগে সপ্তাহব্যাপী নির্বাচনের পর দেশটিতে একটি ঝুলন্ত সংসদ তৈরি হয়। গত সপ্তাহে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে আনোয়ার বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন- কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।

এরপর মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ জানান, যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন তিনি। সরকার গঠনে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতায় ব্যর্থ হওয়ার পর এ ব্যাপারে হস্তক্ষেপ করা হয়। এরপরই রাজার হস্তক্ষেপে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান আনোয়ার ইব্রাহিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App