অবশেষে মেয়ের নাম জানিয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মেয়েকে কোলে নিয়ে রণবীরের একটি ছবি পোস্ট করেন আলিয়া। পাশে তিনি নিজেও দাঁড়িয়ে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের মেয়ের নাম রাহা’। খবর এনডিটিভির।
প্রসঙ্গত, সিংহলি ভাষায় রাহা শব্দের অর্থ আনন্দ। সংস্কৃতে এই শব্দের অর্থ বংশ। আবার বাংলায় এই শব্দের মানে হলো স্বস্তি। আরবি ভাষায় এই নামের অর্থ শান্তি। এছাড়া, রাহা মানে আনন্দ ও স্বাধীনতাও বটে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।