শিঘ্রই রাধারমণ সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হবে

আগের সংবাদ

রাতে মাঠে নামবে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র

পরের সংবাদ

তাইওয়ান ইস্যু

বিশ্বনেতাদের বিরোধিতার মুখে চীনা প্রেসিডেন্ট

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২ , ৯:৫৪ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৫, ২০২২ , ৯:৫৫ অপরাহ্ণ

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হওয়া শি জিনপিংয়ের নজর রয়েছে স্বশাসিত অঞ্চল তাইওয়ানের দিকে। এছাড়া জিনপিং জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের সঙ্গেও মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রাখছেন। এর ফলে বিশ্বনেতাদের বিরোধিতার মুখে পড়েছেন তিনি।

দ্য সিঙ্গাপুর পোস্ট জানায়, সম্প্রতি ইন্দোনেশিয়ার অবকাশ কেন্দ্র বালি দ্বীপে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে বৈশ্বিক অঙ্গনে চীনের প্রভাব জানান দেয়ার চেষ্টা করলে পশ্চিমা নেতাদের তীব্র বিরোধিতার মুখে পড়েন জিনপিং। খবর দ্য সিঙ্গাপুরের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। যেখানে সবাই তাইওয়ান ইস্যুতে চীনের আগ্রাসী আচরণ সম্পর্কে সতর্ক করে। এছাড়া মানবাধিকার লঙ্ঘন বন্ধেও বেইজিংয়ের প্রতি শ্রদ্ধা জানান নেতারা।

নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে গণতান্ত্রিক উপায়ে শাসিত তাইওয়ানকে আবারো একত্রীত করতে মুখিয়ে আছে চীন। চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসে প্রেসিডেন্ট জিনপিং বলেন, তাইওয়ানকে পুনরায় একত্রিত করতে প্রয়োজনে তারা শক্তির প্রয়োগ করবে।

তবে চীনের এই চোখ রাঙানিতে দমেনি তাইওয়ান। প্রতিবারই চীনের চোখে চোখ রেখে কথা বলেছে তাইপে। উত্তেজনা শুরুর পর থেকেই দ্বীপরাষ্ট্রটি বলে আসছে, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধ ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে কখনো আপস করবে না তারা।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়