রাতের নিউজ ফ্ল্যাশ

আগের সংবাদ

সন্ধ্যার সংবাদ বিশ্লেষণ

পরের সংবাদ

কাতার বিশ্বকাপ

প্রথম লাল কার্ড দেখলেন ওয়েন হেনেসি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২ , ৮:৩৩ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৫, ২০২২ , ৮:৩৫ অপরাহ্ণ

কাতার বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনেসি। বিশ্বকাপের ইতিহাসে লাল কার্ড দেখা তৃতীয় গোলরক্ষক হলেন হেনেসি। শুক্রবার (২৫ নভেম্বর) ইরানের বিপক্ষে ম্যাচে আজ বল ঠেকাতে গিয়ে প্রতিপক্ষের এক ফুটবলারের মুখ বরাবর লাথি মেরে বসেন হেনেসি।

প্রথমে রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখান। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত দেন লাল কার্ডের। ঘটনাটি ঘটেছে ম্যাচের ৮৬তম মিনিটে। উঁচু পাস ইরানের স্ট্রাইকার মেহেদি তারেমির কাছে চলে যাচ্ছিল।

ছবি: সংগৃহীত

বিপদ দেখে বক্সের অনেকটা বাইরে এসে বলটি আটকাতে চান ওয়েলস গোলরক্ষক হেনসি। কিন্তু উঁচুতে ওঠা বল ক্লিয়ার করতে তিনি পা উঁচিয়ে লাথি মেরে বসেন। যে লাথিটা তারেমির মুখের কাছাকাছি এসে লাগে। ফলে ভিএআর দেখে লাল কার্ডের সিদ্ধান্ত দেন রেফারি।

২০১০ সালে উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইতুমেলেং খুনে আর ১৯৯৪ সালে নরওয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন ইতালির জিয়ানলুকা পাগলিওকা।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়