ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা

আগের সংবাদ

কাতার-সেনেগালের শুরুর একাদশ

পরের সংবাদ

পরিবহন ধর্মঘট নেই, তবুও আগেই মাঠে নেতাকর্মীরা

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২ , ৭:০৯ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৫, ২০২২ , ৭:০৯ অপরাহ্ণ

বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা। পরিবহন ধর্মঘট নেই, তবুও আগেই মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে।

শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লার টাউন হল মাঠে এ সমাবেশে অনুষ্ঠিত হবে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরসহ কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী এরই মধ্যে টাউন হল মাঠে দখলে নিয়েছেন।

কুমিল্লা বিভাগীয় সমাবেশ ব্যবস্থাপনা কমিটি ও দলের দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী আমিন রশিদ ইয়াছিন বলেন, সমাবেশের সব প্রস্তুতি শেষ, এখন দলে দলে নেতাকর্মীরা সম্মেলনস্থলে সমবেত হচ্ছেন। আশা করি রাতের মধ্যেই অধিকাংশ নেতাকর্মী নগরীতে চলে আসবেন।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়