শুক্রবার (২৫ নভেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক-আতুকুড়া সড়কের কাষ্টনাল নামক ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ধারমণ্ডল ইউনিয়নের আক্তার মিয়ার ছেলে ট্রাক্টর চালক এমদাদুল মিয়া (২০) ও একই গ্রামের কুতুব আলীর ছেলে আমিন মিয়া (১৬)।
পুলিশ জানায়, আতুকুড়া দক্ষিণ গ্রামের ফারুক মিয়ার সঙ্গে ট্রাক্টর দিয়ে চুক্তিভিত্তিক অন্যের জমি চাষ করে আসছিল নিহত এমদাদুল মিয়া ও আমিন মিয়া। শুক্রবার সকালে জমিতে হালচাষ করতে আসে ফান্দাউক ও আতুকুড়া গ্রামের মধ্যবর্তী স্থানে। চাষাবাদ শেষে বাড়িতে ফেরার পথে আতুকড়া গ্রামের কাষ্টনাল ব্রিজের কাছে আসার পরই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ির চালক ও সঙ্গে থাকা হেলপার ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটাস্থলেই মারা যান।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, জমিতে হালচাষ করে ফেরার পথে দ্রুতগতিতে ট্রাক্টর চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।