×

খেলা

বিশ্বকাপে শুভ সূচনা বেলজিয়ামের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০২:৫৬ এএম

বিশ্বকাপে শুভ সূচনা বেলজিয়ামের

ছবি: রয়টার্সের

বিশ্বকাপে শুভ সূচনা বেলজিয়ামের
বিশ্বকাপে শুভ সূচনা বেলজিয়ামের
বিশ্বকাপে শুভ সূচনা বেলজিয়ামের
বিশ্বকাপে শুভ সূচনা বেলজিয়ামের

কানাডাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করলো বেলজিয়াম। বর্তমান বিশ্বের দ্বিতীয় সেরা দল বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমে প্রথমার্ধে এক গোল খেয়ে বসে দীর্ঘদিন পর বিশ্বকাপে সুযোগ পাওয়া কানাডা। দাপুটে খেলা দেখাতে না পারলেও এগিয়ে যায় বেলজিয়াম।

তবুও শুরুর দিকে কুর্তোয়ার পেনাল্টি সেভ এবং মিচি বাতশুয়াইর কল্যাণে ভাগ্যপ্রসূত গোলে প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম। পুরো প্রথমার্ধ বেলজিয়ামের উপর দাপট দেখিয়ে খেলতে থাকে কানাডা।

ম্যাচের প্রায় পুরোটা সময় বল নিজেদের দখলে রাখে কানাডা। বল পজিশনে কানাডা পিছিয়ে থাকলেও গোলমুখে ৬টি শটের ভেতর ২টিই ছিল অন টার্গেটে। পক্ষান্তরে বেলজিয়াম মাত্র ২টি শট নিতে পেরেছে গোলমুখে। ম্যাচের ৪০ মিনিটে বেলজিয়ামের পেনাল্টি বক্সের ভেতর লারিয়া পড়ে গেলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেননি। এর ঠিক ৪ মিনিট পরে অল্ডারউয়েরেল্ডের বাড়ানো বলে বাতশুয়াইর অন টাচ শট দেখা পায় জালের ঠিকানা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধেও বেলজিয়ামের উপর দাপট দেখাতে থাকে কানাডা। ৪৯ মিনিটে ডেভিডের হেড একটুর জন্য গোলবারের বাইরে চলে যায়। ৬৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বেলজিয়াম। ডিবক্সের ভেতর বাতশুয়াইর শট ব্লক করে দেন লারিয়া। ম্যাচের ৮১ মিনিটে গোলের আবারো সুযোগ পেয়েছিল কানাডা। কিন্তু ডেভিডের কিরা হেড দুর্দান্তভাবে ঝাপিয়ে রুখে দেন কুর্তোয়া। ম্যাচে ৩২ টা গোলের চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হয় কানাডা। অন্যদিকে মাত্র ৯ টা শট নিতে পারে বেলজিয়াম। কষ্টার্জিত এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে আসলো বেলজিয়াম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App