×

খেলা

কোস্টারিকাকে গোলের বন্যায় ভাসিয়ে স্পেনের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ১১:৫৮ পিএম

কোস্টারিকাকে গোলের বন্যায় ভাসিয়ে স্পেনের জয়

ছবি: এএফপি

কোস্টারিকাকে গোলের বন্যায় ভাসিয়ে স্পেনের জয়

DOHA, QATAR - NOVEMBER 23: Gavi (L) of Spain celebrates with Alejandro Balde after scoring their team's fifth goal during the FIFA World Cup Qatar 2022 Group E match between Spain and Costa Rica at Al Thumama Stadium on November 23, 2022 in Doha, Qatar. (Photo by Clive Mason/Getty Images)

কোস্টারিকাকে গোলের বন্যায় ভাসিয়ে স্পেনের জয়
কোস্টারিকাকে গোলের বন্যায় ভাসিয়ে স্পেনের জয়
কোস্টারিকাকে গোলের বন্যায় ভাসিয়ে স্পেনের জয়
কোস্টারিকাকে গোলের বন্যায় ভাসিয়ে স্পেনের জয়
কোস্টারিকাকে গোলের বন্যায় ভাসিয়ে স্পেনের জয়
কোস্টারিকাকে গোলের বন্যায় ভাসিয়ে স্পেনের জয়
কোস্টারিকাকে গোলের বন্যায় ভাসিয়ে স্পেনের জয়

DOHA, QATAR - NOVEMBER 23: Gavi (L) of Spain celebrates with Alejandro Balde after scoring their team's fifth goal during the FIFA World Cup Qatar 2022 Group E match between Spain and Costa Rica at Al Thumama Stadium on November 23, 2022 in Doha, Qatar. (Photo by Clive Mason/Getty Images)

কোস্টারিকাকে গোলের বন্যায় ভাসিয়ে স্পেনের জয়
কোস্টারিকাকে গোলের বন্যায় ভাসিয়ে স্পেনের জয়

কোস্টারিকাকে গোলের বন্যায় ভাসিয়ে ৭-০ গোলে জয় পেয়েছে স্পেন। ফেবারিটের মতোই শক্তভাবে কাতার বিশ্বকাপ খেলতে আসা স্পেন নিজেদের অবস্থানের জানান দিয়েছে। স্পেনের হয়ে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। এছাড়াও ১টি করে গোল করেন, অ্যাসেনসিও, দানি ওলমো, মোরাতা, কার্লস সোলার ও পাবলো গাভি।

এবারের বিশ্বকাপে সর্বশেষ দল হিসেবে সুযোগ পাওয়া কোস্টারিকার বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল স্পেন। অ্যাসেনসিও, দানি ওলমো ও ফেরান তোরেস স্পেনের হয়ে ৩টি গোল করেন।

ম্যাচের শুরু থেকেই স্পেন তাদের চিরাচরিত ছোট ছোট পাস দিয়ে খেলতে থাকে। দুই তরুণ তুর্কি গাভি ও পেদ্রিকে একাদশে রেখেই মাঠে নামে স্পেন। ম্যাচের ৫ মিনিটে পেদ্রির ক্রস থেকে উড়ন্ত বলে ডিবক্সের ভেতর দানি ওলমোর শট গোলবারের বাইরে চলে যায়।

৯ মিনিটে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্পেন কিন্তু আসেনসিওর শট গোলবারের ছুঁইয়ে বের হয়ে যায়। তবে ১৩তম মিনিটে আর ভুল করেননি দানি ওলমো। মাঝমাঠ থেকে গাভির বাড়ানো বল ডিবক্সের ভেতর পেয়ে কেইলর নাভাসের মাথার উপর দিয়ে বল জালে জড়ানো ওলমো।

বিশ্বকাপে স্পেনের হয়ে শততম গোলটি আসলো তার পা থেকেই। ২১ মিনিটে আবারো এগিয়ে যায় স্পেন। এবার গোলের খাতা খুলেন মার্কো আসেনসিও।

বাম পাশ থেকে বার্সার জর্দি আলবার ক্রসে রিয়াল মাদ্রিদের আসেনসিওর বুলেট গতির শট রুখতে ব্যর্থ হন নাভাস। দুই গোল দিয়েও যেন খেই হারিয়ে ফেলেনি লা রোহারা। আক্রমনের ধার বাড়িয়ে ৩১ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় স্পেন।

জর্দি আলবাকে ডিবক্সে ফাউল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে ফেরান তোরেস গোল করে দলকে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন। শেষবার ১৯৩৪ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিয়েছিল স্পেন।

প্রথমার্ধের বাকি সময় আর কোন গোল না হলে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই ৪৫ মিনিট শেষ করে লুইস এনরিকের দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যেন আরো গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্পেন। পাস, পাস ও পাস এই নীতিতে খেলে কোস্টারিকার মানসিকতাকেই ভেঙে দেয় তারা।

ম্যাচের ৫৪ মিনিতে আবারো দলের হয়ে গোল করেন ফেরান তোরেন। জাতীয় দলের হয়ে এটি তার ১৫তম গোল। ৪ গোল দিয়েও যেন গোলের ক্ষুধা মেটে না স্পেনের।

মোরাতার মত স্ট্রাইকারকে বদলি হিসেবে নামায় তারা। তারই দেয়া পাস থেকে ৭৪ মিনিটে গোল করে দলকে ৫ গোলের লিড এনে দেন মিডফিল্ডার গাভি। এই গোলের সুবাধে এক ইতিহাস গড়েন এই বার্সা ফুটবলার।

স্পেনের সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করলেন তিনি। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে ৮৯ মিনিটে স্পেনের হয়ে সর্বশেষ গোলটি করেন পিএসজির ফুটবলার কার্লস সোলার। ম্যাচের ৯২ মিনিটে আবারো গোল করে স্পেন।

এবার দাই ওলমোর পাস থেকে বদলি হিসেবে নামা মোরাতা গোল করে দলকে ৭-০ গোলের বিশাল জয় এনে দেন। বিশ্বকাপে ইতিহাসে এই প্রথম কোন ম্যাচে ৭ গোল করলো স্পেন।

এই বিশাল জয়ে গ্রুপের শীর্ষে উঠে আসলো লুইস এনরিকের দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App