×

আন্তর্জাতিক

ইরানের পরিস্থিতি জটিল: জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৯:৫২ এএম

ইরানের পরিস্থিতি জটিল: জাতিসংঘ

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক

পুলিশ হেফাজতে কুর্দি নারী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে কঠোরভাবে বিক্ষোভ দমন করছে তেহরান কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের ওপর ইরানের এই কঠোর মনোভাবের বিষয়টি তুলে ধরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, ইরানের পরিস্থিতি খুবই জটিল। এরই মধ্যে ইরানের বিক্ষোভে নিহত হয়েছেন তিনশতাধিক।

মঙ্গলবার (২২ নভেম্বর) জেনেভায় এক মতবিনিময় সভায় ভলকার তুর্ক আরও বলেন, ইরানে বিক্ষোভে মৃতের সংখ্যা বাড়ছে। গত সপ্তাহে দুই শিশু মারা গেছে। নিরাপত্তা বাহিনীর কঠোরভাবে বিক্ষোভ দমনসহ দেশটিতে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির।

গত ১৬ সেপ্টেম্বর পুলিশের হেফাজতে মাসা আমিনির মৃত্যু হয়। ‘যথাযথ হিজাব বিধি’ না মানার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল নীতি পুলিশ। এরপর থেকে দেশটিতে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়। ইরানের পক্ষ থেকে দেশটিতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিদেশি শত্রু ও তাদের প্রতিনিধিদের দায়ী করা হয়। ইরানের বিশ্বকাপ দল গত সোমবার তাদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রতিবাদের সমর্থন জানিয়ে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App