×

আন্তর্জাতিক

ইউক্রেনে হেলিকপ্টার সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৫:১৮ পিএম

ইউক্রেনে হেলিকপ্টার সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

ইউক্রেনে প্রথমবারের মতো সামরিক হেলিকপ্টার সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য ইউক্রেনকে মোট তিনটি হেলিকপ্টার সরবরাহ করবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এই হেলিকপ্টার সহায়তার ঘোষণা দিয়েছেন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুক্তরাজ্যের এটা সমর্থন বৃদ্ধিকে নির্দেশ করছে। যুক্তরাজ্যের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি হেলিকপ্টার ইতোমধ্যে পাঠানো হয়েছে। যুক্তরাজ্য ইউক্রেনকে মোট তিনটি ‘সি কিং হেলিকপ্টার’ সরবরাহ করবে। ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর ‍কিয়েভে যুক্তরাজ্যের এই ধরনের সামরিক সহায়তা এই প্রথম। নরওয়েতে পরিদর্শনকালে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অপরিবর্তনীয়। এই সহায়তা রাশিয়ার কাছ থেকে মুক্ত করা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, ইউক্রেনকে অতিরিক্ত ১০ হাজার গোলা সরবরাহ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App