বিকেলের নিউজ ফ্ল্যাশ

আগের সংবাদ

নীলা হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য ২৮ নভেম্বর

পরের সংবাদ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে ক্রোয়েশিয়া-মরক্কো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২ , ৪:৪০ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৩, ২০২২ , ৫:৫০ অপরাহ্ণ

অঘটনের জন্ম দিয়েছে বিশ্বকাপ মিশন শুরু করেছে সৌদি আরব। শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে তারা। সৌদিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে গেলবারের রানার্স আপ ক্রোয়েশিয়াকে হারাতে মাঠে নেমেছে মরক্কো।

বাংলাদেশ সময় বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় মুখোমুখি হয় মরক্কো ও ক্রোয়েশিয়া।

আর্জেন্টিনার সাথে সৌদি আরবের র‍্যাংকিংয়ে বড় পার্থক্য থাকলেও ক্রোয়েশিয়ার চেয়ে খুব বেশি পিছিয়ে নেই মরক্কো। ফিফা র‍্যাংকিংয়ে ক্রোয়েশিয়ার চেয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা মরক্কো ক্রোয়েশিয়াকে হারিয়েই বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিতে মরিয়া।

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে দুই দলের একাদশ। আজকের ম্যাচে মরক্কো খেলবে ৪-২-৩-১ ফর্মেশনে এবং ক্রোয়েশিয়ার ফর্মেশন ৪-৩-৩-তে খেলবে।

দুই দলের একাদশ :

মরক্কো: (৪২-৩-১) বোনো; মাজরাউই, সাইস, এগুয়ের্ড হাকিমি; আমরাবাত, আমাল্লাহ, উনাহি; জিয়েখ, এল-নেসিরি, বোফাল।

ক্রোয়েশিয়া: (৪-৩-৩) লিভাকোভিচ; সোসা, গাভারদিয়ল, লভরেন, জুরানোভিচ; মদ্রিচ, কোভাচিচ, ব্রোজোভিচ; পেরিসিচ, ক্রামারিচ, ভ্লাসিচ।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়