বৃহস্পতিবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগের সংবাদ

১০ ডিসেম্বর নিয়ে বাগাড়ম্বর করছে বিএনপি 

পরের সংবাদ

ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ ফাঁস!

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২ , ৩:৩৭ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২৩, ২০২২ , ৩:৫৭ অপরাহ্ণ

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ ফাঁস হয়েছে! ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেল ব্রাজিলের একাদশ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল।

এরপর ব্রাজিলের পরের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সুইসদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর ৯৭৪ স্টেডিয়ামে খেলবেন নেইমাররা। আর ২ ডিসেম্বর লুসাইলে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

ব্রাজিলের টেলিভিশন চ্যানেলের মতে, ব্রাজিলের একাদশ হবে ৪-৩-৩ ফরম্যাটে। গোলরক্ষক থাকবেন অ্যালিসন বেকার। রক্ষণভাগে থাকবেন দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনোস, অ্যালেক্স সান্দ্রো। মাঝমাঠের দায়িত্বে থাকবেন কাসেমিরো, লুকাস পাকেতা ও রাফিনহা। আর আক্রমণভাগে নেইমারের সঙ্গে থাকবেন রিচার্লিসন ও ভিনিসিউস জুনিয়র।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ
অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, থিয়াগে সিলভা, মারকুইনোস, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, রিচার্লিসন, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়