×

খেলা

লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ১০:০৪ পিএম

লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড

ছবি: সংগৃহীত

লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড

ছবি: সংগৃহীত

লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মুখোমুখি হয়েছে মেক্সিকো ও পোল্যান্ড। মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০ টায় দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হয় এ দুদল। বিশ্বকাপে এবার নিয়ে দ্বিতীয়বার একে অন্যের বিপক্ষে খেলবে পোল্যান্ড-মেক্সিকো। এর আগে ২০১৭ সালে সবশেষ দেখায় ১-০ গোলে জিতেছিল মেক্সিকো। [caption id="attachment_384800" align="alignnone" width="1800"] ছবি: সংগৃহীত[/caption] কনকাকাফ অঞ্চলের বাছাইয়ে কানাডার চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছিল মেক্সিকো। ১৯৯৪ বিশ্বকাপের পর থেকে কোনো আসরেই শেষ ষোলোর গন্ডি পার করতে পারেনি মেক্সিকো। বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি ৯টি গোল করেছেন। এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে ১৮ বার জালের দেখা পেয়েছেন তিনি। পোল্যান্ড ও মেক্সিকোর এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি লড়াই হয়েছে। উভয় দলই তিনটি করে ম্যাচ জিতেছে এবং ড্র হয়েছে বাকি তিন ম্যাচ। ১৯৭৮ সালের পর থেকে মেক্সিকোকে আর হারাতে পারেনি পোল্যান্ড। বিশ্বকাপে দুই দলের সেটাই ছিল একমাত্র লড়াই। [caption id="attachment_384801" align="alignnone" width="2133"] ছবি: সংগৃহীত[/caption] মেক্সিকো: গোলরক্ষক : গুইলারমো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা, রডলফ কোটা, ডিফেন্ডার : কেভিন আলভারেজ, নেস্টর আরাউজো, জেরার্ডো আর্টেগা, জেসুস গ্যালার্দো, হেক্টর মোরেনো, সিজার মন্টেস, হোর্হে সানচেজ, জোহান ভাসকেজ, মিডফিল্ডার : এডসন আলভারেজ, রবার্তো আলভারাডো, উরিয়েল আন্টুনা, লুইস শ্যাভেজ, আন্দ্রেস গুয়ার্দাদো, এরিক গুতেরেজ, হেক্টর হেরেরা, ওরবেলিন পিনেদা, কার্লোস রদ্রিগেজ। পোল্যান্ড: গোলরক্ষক : ভাইচেখ শেজনি, বার্তোমিয়েই দ্রাগাওভস্কি, লুকাস স্কোরাপস্কি। ডিফেন্ডার : ইয়ান বেডনারেক, কামিল গ্লিক, রবার্ত গামনি, আর্থার ইয়েদ্রেজিক, ইয়াকব কিভিওর, মাতেয়াস ভিয়েতেস্কা, বার্তোস বেরেশিন্সকি, ম্যাটি ক্যাশ, নিকোলা জালেভস্কি। মিডফিল্ডার : ক্রিস্টিয়ান বিয়েলি, প্রিজেমিস্ল ফ্রাঙ্কোভস্কি, কামিল গ্রসিস্কি, গ্রেগর্জ ক্রিচোভিয়াক, ইয়াকব কামিন্সকি, মিকেল স্কোরাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App