×

খেলা

জার্মানি-জাপান লড়াই বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৯:১৫ পিএম

জার্মানি-জাপান লড়াই বুধবার

ছবি: সংগৃহীত

জার্মানি-জাপান লড়াই বুধবার

ছবি: সংগৃহীত

জার্মানি-জাপান লড়াই বুধবার

ছবি: সংগৃহীত

জার্মানি-জাপান লড়াই বুধবার

ছবি: সংগৃহীত

জার্মানি-জাপান লড়াই বুধবার

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের গুরুত্বপূণ ম্যাচে বুধবার (২৩ নভেম্বর) মাঠে নামছে গ্রুপ ই- থেকে স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান ও গ্রুপ এফ থেকে বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।

এর মধ্যে মরক্কো বনাম ক্রোয়েশিয়া আল বায়াত স্টেডিয়াম- বিকাল ৪টা, জার্মানি বনাম জাপান খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম- সন্ধ্যা ৭টা, স্পেন বনাম কোস্টারিকা আল থুমামা স্টেডিয়াম- রাত ১০টা, বেলজিয়াম বনাম কানাডা আহমাদ বিন আলি স্টেডিয়াম- রাত ১টায় লড়াই করবে।

জার্মান দলে গোলকিপার : ম্যানুয়েল নয়্যার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্র্যাপ। ডিফেন্ডার : ম্যাথিয়াস গিন্টার, অ্যান্তোনিও রুডিগার, নিকলাস সুলে, নিকো সেস্লেটারবেক, থিলো কেহেরার, ডেভিড রাউম, লুকাস ক্লোস্টারম্যান, আর্মেল কোস্টেরম্যান, ক্রিস্টিয়ান গুয়েন্টার। মিডফিল্ডার : ইকাই গুন্দোগান, জোনাস হফম্যান, লিওন গোরেটজকা, সার্জ নাব্রি, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ইয়াশুয়া কিমিখ, থমাস মুলার, জুলিয়ান ব্র্যান্ডট, মারিও গোটজে।

[caption id="attachment_384789" align="alignnone" width="1386"] ছবি: সংগৃহীত[/caption]

জার্মানরা ২০১৪ সালে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জয় করে। সেই বিশ্বকাপে জার্মানদের নেতৃত্ব দেন গোলকিপার ম্যানুয়েল নয়্যার। কাতার বিশ্বকাপেও ফেভারিট হিসেবে খেলতে নামবে জার্মানি। এবারো দলটির নেতৃত্বে আছেন ম্যানুয়েল নয়্যার। তার বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখ।

অন্যদিকে, জাপান দলে গোলকিপার : কাওয়াশিমা এইজি, গোন্দা শুইচি, দানিয়েল শিমিট। ডিফেন্ডার : নাগাটোমো ইউকো, মায়া ইয়োশিদ, হিরোকি সাকাই, শোগো তানিগুচি, মিকি ইয়ামানে, কো ইতাকুরা, তাকেহিরো তোমিইয়াসু, হিরোকি ইতো। মিডফিল্ডার : গাকু শিবাসাকি, ওয়াতারু এনদো, জুনিয়া ইতো, তাকুমি মিনামিনো, হিদেমাসা মোরিতা, দাইচি কামাদা, ইউকি সোমা, কাওরো মিতোমা, রিতু দোয়ান, আও তানাকা, তাকেফুসা কুবো।

[caption id="attachment_384790" align="alignnone" width="2048"] ছবি: সংগৃহীত[/caption]

মায়া ইয়োশিদা এ নিয়ে টানা সাতবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলবে জাপান। দলটির নেতৃত্বে আছেন মায়া ইয়োশিদা। তিনি ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। জাতীয় দলের হয়ে ১২১ ম্যাচে করেন ১২টি গোল। যিনি বর্তমানে খেলছেন সিরি আ’র ক্লাব স্যাম্পডোরিয়ার হয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App