কাতার বিশ্বকাপে ডি গ্রুপের ম্যাচে তিউনিশিয়া-ডেনমার্কের মধ্যেকার খেলা গোলশূন্য ড্র হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ৭টায় এডুকেশনাল সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।
তিউনেশিয়া একাদশ: আনমেয় দামেন, মনতাসার তালবি, ইয়াছিন মেরিয়াহ, ডিলান ব্রন, মোহাম্মদ ড্রাগার, এলিয়াস শাকিরি, আইসা লাইডোনি, আলি আবিদ, বেন সিলিমান, ইউসুফ মাসাকনি, ইসসাম জেবালি।
ডেনমার্ক একাদশ: ক্যাসপার স্কিমিয়েল, জোয়াকিম এন্ডারসন, সিমন কাজের, আন্দ্রেস ক্রিস্টেনসন, রাসমুস ক্রিস্টেনসন, থমাস ডিলানি, ক্রিস্টান এরিকসন, এমিল হজবেজার্গ, জোয়াকিম মাহিলা, আন্দ্রেস অলসেন, ক্যাসপার ডলবার্গ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।