×

পুরনো খবর

লামায় সৎ মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৫:৫৮ পিএম

লামায় সৎ মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

বান্দরবানের লামায় সৎ মাকে হত্যার দায়ে আলী মোহাম্মদ (৫৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) দুপুরে বান্দরবানের জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইয়ার আদালতে এ রায় ঘোষণা করা হয়।

দণ্ডিত আলি মোহাম্মদ (৫৪) লামা সদর ইউনিয়নের বেগুনঝিরি এলাকার রওশন আলীর ছেলে।

রাষ্ট্র পক্ষে কৌসুলী (পিপি) মো. ইকবাল করিম বলেন, আসামী বিরুদ্ধে ৩০২ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে অর্থদণ্ড প্রদান করা হয়।

মামলার রেকর্ডপত্রে জানা যায়, ১৯৯৮ সালের ৩০ জুন সকাল সাড়ে সাতটার দিকে মাতামুহুরি নদীতে পানি আনতে যান ফাতেমা বেগম (৪০)। পানি নিয়ে ফেরার পথে আলী মোহাম্মদ সৎ মা ফাতেমা বেগমের ঘাড়ে ধারালো দা দিয়ে কোপ মারেন। এতে ঘাড় থেকে মাথা দু’ভাগ হয়ে গেলে মাটিতে লুটে পড়েন ফাতেম বেগম। এরপর আলী মোহাম্মদ পালিয়ে যায়। পরে তাকে ধাওয়া করলে মেরাখোলা স্কুল থেকে তাকে আটক করা হয়। এই মামলায় ৬ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন ও অর্থদণ্ড প্রদান করে। রায় ঘোষণা শেষে দণ্ডিত আলী মোহাম্মদকে কারাগারে প্রেরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App