×

খেলা

ফিফার ভয়ে পিছু হটল ইংল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৭:০০ পিএম

ফিফার ভয়ে পিছু হটল ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইংল্যান্ড দলের ‘এলজিবিটি কমিউনিটি’ অর্থাৎ লেসবিয়ান, গে, বিসেক্সুয়াল, ট্রান্সজেন্ডারদের প্রতি সমর্থন জানিয়ে ওই আর্মব্যান্ড পরার কথা ভেবেছিল তারা। কিন্তু ফিফা কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে। ওই আর্মব্যান্ড পরলে মাঠে নামতেই দেওয়া হতে পারে হলুদ কার্ড। বড় নিষেধাজ্ঞাও আসতে পারে। শুধু ইংল্যান্ড নয় বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, ওয়েলস ওই আর্মব্যান্ড পরে নামার সিদ্ধান্ত নিয়েছিল।

হুমকির পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেছে ইংল্যান্ড ফুটবল দল। তাদের অধিনায়ক হ্যারি কেনের হাতে ওই আর্মব্যান্ড দেখা যাবে না। ফিফার কড়াকড়িতে সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়ে ইংল্যান্ড ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিশেষ আর্মব্যান্ড পরে নামলে শাস্তি দেওয়া হবে, এ বিষয়ে ফিফার সিদ্ধান্ত পরিষ্কার। আমরা আমাদের খেলোয়াড়দের ঝুঁকিকে ফেলতে চাই না।’

তবে ফিফার সিদ্ধান্তে ইংল্যান্ড ফেডারেশন হতাশা ব্যক্ত করেছে, ‘আমরা জরিমানা গুনতে প্রস্তুত ছিলাম। জার্সির শর্ত ভাঙলে সেটাই সাধারণত হয়। সেপ্টেম্বরেই আমরা ফিফা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে, আমরা ওয়ান লাভ আর্মব্যান্ড পরে নামবো। ফিফার এমন সিদ্ধান্তে আমরা সত্যিই হতাশ।’

ফিফার কড়াকড়িতে ইংল্যান্ড ফুটবল দল পিছু হটলেও ইরানের বিপক্ষে ম্যাচে আক্রমণাত্মক মানসিকতা নিয়েই নামছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। বেশ কিছু সংবাদ মাধ্যম ইংল্যান্ডের সম্ভাব্য যে একাদশ দিয়েছে, ওই অনুযায়ী, তিন ফরোয়ার্ড ও দু’জন অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে নামবে ইংল্যান্ড। ফ্রন্ট থ্রি’তে থাকবেন টটেনহ্যাম স্ট্রাইকার ও দলটির অধিনায়ক হ্যারি কেইন। উইঙ্গে তরুণ ফিল ফোডেন এবং বুকোয়াকা সাকা খেলবেন।

অ্যাটাকিং মিডফিল্ডে চেলসির ম্যাসন মাউন্ট ও বরুশিয়া ডর্টমুন্ডের জুডে বেলিংহ্যামের খেলার সম্ভাবনা বেশি। ডিক্লান রিস ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন। সেন্ট্রাল ডিফেন্স ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি মাগুইরে এবং ম্যানসিটির জোন স্টোনস খেলতে পারেন। উইং ব্যাকে কিয়েরন ট্রিপিয়ার এবং লুক শ’ খেলার কথা শোনা যাচ্ছে।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্ডান পিকফোর্ড (এভারটন), ক্রিয়েরন ট্রিপিয়ার (নিউক্যাসল ইউনাইটেড) হ্যারি মাগুইরে (ম্যানইউ), জোন স্টোনস (ম্যানসিটি), লুক শ’ (ম্যানইউ), ডিক্লান রাইস (ওয়েস্ট হ্যাম), ম্যাসন মাউন্ট (চেলসি), জুডে বেলিংহ্যাম (বরুশিয়া ডর্টমুন্ড), ফিল ফোডেন (ম্যানসিটি), হ্যারি কেইন (টটেনহ্যাম), বুকোয়াকা সাকা (আর্সেনাল)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App