×

আন্তর্জাতিক

কংগ্রেস অহংকারী, গুজরাটে মোদী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৬:৪৪ পিএম

কংগ্রেস অহংকারী, গুজরাটে মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

গুজরাটে বিধানসভা ভোটের প্রচারে এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার (২১ নভেম্বর) সুরেন্দ্র নগরে বিজেপির সভায় মোদী বলেন, কংগ্রেসের অহংকার এখনো যায়নি। তাই ওরা আমার ক্ষমতা নিয়ে খোঁচা দিচ্ছে। পাশাপাশি, নর্মদা বাঁধ নির্মাণ বিরোধী আন্দোলনের নেত্রী উন্নয়ন বিরোধী মেধা পাটকরকে কেনো রাহুলের ভারত জোড়ো যাত্রায় দেখা যাচ্ছে, সে প্রশ্নও তুলেছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

কংগ্রেস নেতা রাহুল রবিবার ভারত জোড়ো যাত্রায় বলেছিলেন, নরেন্দ্র মোদীর কত ক্ষমতা বিধানসভা ভোটে গুজরাটের মানুষ তা বুঝিয়ে দেবেন। সেই মন্তব্যকেই হাতিয়ার করে রাজনীতির লড়াইকে সোমবার ব্যক্তিগত পরিসরে নিয়ে যেতে চেয়েছেন মোদী। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে অতীতে বিভিন্ন ভোটের সময় এই কৌশল নিয়ে সফল হয়েছেন তিনি। তাই এ বারেও সেই পথ বেছে নিয়েছেন।

২০১২ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে গুজরাটে পা রেখে গোধরা পরবর্তী দাঙ্গার প্রসঙ্গ তুলে মোদীকে মওত কা সওদাগর বলেছিলেন সনিয়া গান্ধী। সেই ওই মন্তব্যকে হাতিয়ার করে ভোটের হাওয়া ঘুরিয়ে দিয়েছিলেন মোদী। দাবি করেছিলেন, তাকে অপমান করে আসলে গুজরাটকে অপমান করেছেন সনিয়া। মোদী সেই অভিযোগ সফল ভাবে গুজরাটে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App