কাতার বিশ্বকাপে ফিফার সর্বোচ্চ আয়ের রেকর্ড

আগের সংবাদ

জঙ্গি ছিনতাইয়ে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন

পরের সংবাদ

৬-১ তে এগিয়ে ইংল্যান্ড

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২ , ৭:৩৭ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২১, ২০২২ , ৯:০০ অপরাহ্ণ

ইরানের বিপক্ষে ৮৯ মিনিটের মাথায় ষষ্ঠ গোল করে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। যদিও ৬৪ মিনিটে একটি গোল শোধ করেছে ইরান। বিশ্বকাপের কঠিন পরীক্ষার ম্যাচে শুরুতেই ধাক্কা খায় ইরান। ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন দলটির শুরুর একাদশে থাকা গোলরক্ষক বেইরানভ্যান্ড। তার জায়গায় হোসাইন হোসেইনি মাঠে নেমেছেন।

ইরানের বিপক্ষে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধে অ্যাটাকিং মিডফিল্ডার জুডে বেলিংহ্যামের হেডে লিড নেয় ইংল্যান্ড। লুক শ’র ক্রস থেকে ৩৫ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন ১৯ বছরের এই তরুণ।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। তিন ফরোয়ার্ড, দুই অ্যাটাকিং মিডফিল্ডার ও এক ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে একাদশ সাজিয়েছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।

ইংল্যান্ডের শুরুর একাদশ: পিকফোর্ড, ট্রিপিয়ার, হ্যারি মাগুইরে, জোন স্টোনস লুক শ’ ডিক্লান রিস, ম্যাসন মাউন্ট, বেলিংহ্যাম, সাকা, হ্যারি কেইন, র্স্টালিং।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়