ভারতে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকচাপায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একাধিকজন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
রবিবার (২০ নভেম্বর) রাতে রাজ্যটির বৈশালী জেলায় ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
বিহার রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায় রবিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। মূলত ‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয়ভাবে আরাধ্য দেবতার কাছে প্রার্থনার জন্য ধর্মীয় শোভাযাত্রাটি রাস্তার পাশে একটি ‘পিপল’ গাছের সামনে জড়ো হয়। একপর্যায়ে দ্রুতগামী ট্রাক শোভাযাত্রার ওপরে উঠে পড়ে ও হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদেরকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।