×

আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কিমের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ১১:১৭ এএম

পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কিমের

ছবি: সংগৃহীত

নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিএমবি) পরীক্ষার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন দেশটির এই সর্বোচ্চ নেতা কিম জং উন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের সামরিক কর্মকাণ্ড নিয়ে জরুরি অধিবেশন আহ্বানের মধ্যে এসব ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের আহ্বানে সোমবার (২১ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে আলোচনা করতে একত্রিত হচ্ছে। শুক্রবার পিয়ংইয়ং ওয়াশিংটনকে ‘কঠোর সামরিক প্রতিক্রিয়ার’ হুমকি দিয়ে হোয়াসং-১৭ নামে আইসিবিএম পরীক্ষা চালায়, যা ১৫ হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

গত দুই মাসে উত্তর কোরিয়া অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তবে এগুলোর বেশিরভাগই স্বল্প পাল্লার। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনা বিরল এবং এটি সরাসরি যুক্তরাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। কারণ এসব ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে ও যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত করতে সক্ষম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App