বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের শ্বশুর মোহাম্মদ ইয়াসিন মারা গেছেন। রবিবার (২০ নভেম্বর) রাতে মারা যান তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবালের বাবা।
ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলছিলেন তামিম। বিকেএসপিতে খেলা চলাকালীনই শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার খবর পান তিনি।
শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে খেলা ফেলে চট্টগ্রামে ছুটে যান তামিম। তবে লাইফ সাপোর্টে থাকা আয়েশা ইকবালের বাবা আর ফেরেননি সেখান থেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।