নৌবাহিনীতে চাকরিরত অবস্থায় নৌবাহিনী অর্থাৎ দেশকে সমৃদ্ধশালী ও দক্ষ ব্যবস্থাপনায় গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ অসামান্য সেবা পদকে ভূষিত হয়েছেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।
সোমবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উপলক্ষে নৌ-সদর ‘সাগরিকা’ হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে এই পদক প্রদান করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল।
এরই মধ্যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছেন তিনি। পাশাপাশি নৌ-বাহিনীর অপারেশন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখেছেন তিনি। সাবমেরিন সংরক্ষণ ও নৌ-বাহিনীর সার্বিক নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এছাড়া, নৌ-বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নেও তার ভূমিকা অপরিসীম। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।