×

খেলা

৩২ দলের অধিনায়ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৪:২৩ পিএম

৩২ দলের অধিনায়ক

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পর্দা উঠতে সময় খুব বেশি নেই। চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতেই মরিয়া দলগুলো। চলছে আয়োজকদেরও ব্যস্ততা। অংশগ্রহণকারী ৩২ দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

দলগুলো বেছে নিয়েছে তাদের অধিনায়ককেও।

গ্রুপ ‘এ’ কাতার : হাসান খালিদ আল-হাইদুস সেনেগাল : কালিদু কুলিবালি নেদারল্যান্ডস: ভার্জিল ভান ডাইক ইকুয়েডর : ইনার ভ্যালেন্সিয়া গ্রুপ ‘বি’ ইংল্যান্ড : হ্যারি কেন যুক্তরাষ্ট্র : ক্রিস্টিয়ান পুলিশিচ ওয়েলস : গ্যারেথ বেল ইরান : এহসান হাজসাফি গ্রুপ ‘সি’ আর্জেন্টিনা: লিওনেল মেসি পোল্যান্ড : রবার্ট লেভানদোভস্কি মেক্সিকা : আন্দ্রেস গুয়ার্দাদো সৌদি আরব : সালমান আল ফরাজ গ্রুপ ‘ডি’ : ফ্রান্স : হুগো লরিস ডেনমার্ক : সাইমন কাইজার ডেনমার্ক : ইউসুফ সাকানি অস্ট্রেলিয়া: ম্যাথিউ রায়ান গ্রুপ ‘ই’ জার্মানি : ম্যানুয়েল নয়্যার স্পেন : সার্জিও বুস্কেটস জাপান : মায়া ইয়োশিদা কোস্টারিকা : ব্রায়ন রুইজ গ্রুপ ‘এফ’ বেলজিয়াম : এইডেন হ্যাজার্ড ক্রোয়েশিয়া : লুকা মড্রিচ কানাডা : আতিবা হুটকিনসন মরক্কো : রোমাইন সাইস গ্রুপ ‘জি’ ব্রাজিল : থিয়াগো সিলভা সুইজারল্যান্ড : গ্রানিত কাকা সার্বিয়া : ডুসান তাদিচ ক্যামেরুন : ভিনসেন্ট আবুবকর গ্রুপ ‘এইচ’ পর্তুগাল : ক্রিশ্চিয়ানো রোনালদো উরুগুয়ে : দিয়াগো গাডিন ঘানা : আন্দ্রে আয়ো দক্ষিণ কোরিয়া : সন হিউং মিন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App