×

খেলা

ইউরোপীয়দের ক্ষমা চাইতে হবে: ফিফা প্রেসিডেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ১২:৩১ এএম

ইউরোপীয়দের ক্ষমা চাইতে হবে: ফিফা প্রেসিডেন্ট

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো

কাতারের কাছে ইউরোপীয়দের ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। দেশটিকে বিশ্বকাপের আয়োজক হিসেবে যারা মানতে পারছেন না তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কিছু ইউরোপীয়দের কাছ থেকে, কিছু পশ্চিমা বিশ্ব থেকে আমাদের অনেক শিক্ষা নিতে বলা হয়েছে। আমি নিজে ইউরোপীয়। আমার মনে হয়, বিশ্বব্যাপী আমরা ইউরোপীয়রা গত তিন হাজার বছর ধরে যা করে আসছি, কাউকে নৈতিক উপদেশ দেয়ার আগে সেগুলোর জন্য পরবর্তী তিন হাজার বছর আমাদের ক্ষমা চাওয়া উচিত। খবর সিএনএন, আল জাজিরার।

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে দ্য গার্ডিয়ানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অন্তত সাড়ে ছয় হাজার অভিবাসী শ্রমিকের মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই কাতারে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করে আসছে ইউরোপ। এছাড়াও তীব্র গরম ও সমকামিতা প্রশ্নে অনমনীয় নীতির কারণেও এরই মধ্যে ব্যাপক সমালোচিত হয়েছে দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App