×

জাতীয়

আবদুল মোনেম সুগারকে ভোক্তা অধিকারের জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৭:৫০ পিএম

আবদুল মোনেম সুগারকে ভোক্তা অধিকারের জরিমানা

ইগলু ব্র‌্যা‌ন্ডের চি‌নি

সরকার নির্ধারিত দামের চেয়ে ইগলু ব্র‌্যা‌ন্ডের চি‌নি বে‌শি দা‌মে বিক্রয় করায় আবদুল মোনেম সুগার রিফাইনারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জারিমানা করে।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মপি‌রিচালক এ.এইচ. এম স‌ফিকুজ্জামানের নেতৃত্বে চি‌নি ও ভোজ্যতে‌লের বাজার পরি‌স্থি‌তি তদারককালে কারওয়ান বাজারে আবদুল মোনেম সুগার রিফাইনারি কর্তৃক উৎপাদিত ইগলু ব্র্যান্ডের চিনির মোড়কে ১০৮ টাকা মুদ্রিত পাওয়া যায় যা সরকার নির্ধারিত মূল্যের (৯৫) চেয়ে ১৩ টাকা বেশি।

এর পরিপ্রেক্ষিতে আবদুল মোনেম সুগার রিফাইনারি থেকে ব্যাখ্যা চাওয়া হয়।

আবদুল মোনেম সুগার রিফাইনারির লিখিত ব্যাখ্যায় সরকার চিনির মূল্য পুনর্নির্ধারণের আগেই বেশি মূল্যে বাজারে চিনি সরবরাহের বিষয়টি স্বীকার করে। উল্লিখিত কর্মকাণ্ডের জন্য ২০ নভেম্বর আবদুল মোনেম সুগার রিফাইনারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App