×

আন্তর্জাতিক

মুসলিমদের বিশ্বকাপ দেখতে নিষেধ করলো আল কায়েদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৯:৪৭ এএম

মুসলিমদের বিশ্বকাপ দেখতে নিষেধ করলো আল কায়েদা

ফিফা বিশ্বকাপ ২০২২

পুরো বিশ্ব যখন ফুটবল জ্বরে আক্রান্ত, তখনই বিশ্বকাপ থেকে মুসলিমদের দূরে থাকার হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠন আল কায়েদা।

রবিবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটির একটি আঞ্চলিক শাখা এই হুঁশিয়ারি দিয়েছে। খবর ফ্রি মালয়েশিয়ান টুডে, মালয়েশিয়ান নাউ ও রয়টার্সের।

কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ বিশ্বব্যাপী মুসলিমদের এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে জঙ্গি সংগঠনটি।

দুর্নীতিপরায়ণ ব্যক্তি, সমকামী, দুর্নীতি ও নাস্তিকতার বীজ বপনকারীদের আরব উপদ্বীপে নিয়ে আসার জন্য কাতারের সমালোচনা করেছে আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর ইয়েমেনভিত্তিক শাখা আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা। এক বার্তায় জঙ্গিগোষ্ঠীটি উল্লেখ করেছে, বিশ্বকাপের এই ইভেন্ট ‘মুসলিম দেশগুলোর দখলদারিত্ব ও অত্যাচার’ থেকে মনোযোগ সরাতে কাজ করে চলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App